ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে সৌম্য সরকারের দুর্দান্ত ব্যাটিংয়ের প্রতিফলন পড়েছে র্যাঙ্কিংয়েও। ব্যাটসম্যানদের তালিকায় এক লাফে এগিয়েছেন তিনি ২৪ ধাপ। ওই ম্যাচেই বল হাতে অসামান্য অবদান রেখে বোলারদের তালিকায় অনেকটা এগিয়েছেন নাসুম আহমেদ ও তানভির ইসলাম। বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি বুধবার যথারীতি র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে। ওয়ানডে সিরিজের ওই ম্যাচেই দলের জয়ে অবদান রেখে অলরাউন্ডারদের তালিকায় এগিয়েছেন বাংলাদেশের আরেক ক্রিকেটার রিশাদ হোসেন।












