জেএসইউএসের বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা

| বৃহস্পতিবার , ৩০ অক্টোবর, ২০২৫ at ৭:৪১ পূর্বাহ্ণ

শিক্ষকতা মহান পেশা। শিক্ষকরা সমাজ তথা রাষ্ট্রের জন্য একটি বড়ো জায়গা তৈরি করে। আমরা শিক্ষকদের সব সুবিধা দিতে পারছিনা। শিক্ষকদের কাছে অনেক কিছু শেখার রয়েছে। জেলা প্রশাসন আপনাদের সাথে থাকবে। শিক্ষকদের দাবিগুলো উচ্চ পর্যায়ে নিয়ে যেতে আমি সার্বিক সহায়তা দিয়ে যাব। গণসাক্ষরতা অভিযানের সহায়তায় যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে গত ২৮ অক্টোবর নগরীর থিয়েটার ইনস্টিটিউট গ্যালারি হলে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার (শিক্ষা শাখা ও জেনারেল সার্টিফিকেট শাখা ও এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট) আফরিন ফারজানা পিংকি একথা বলেন। জেএসইউএস নির্বাহী পরিচালক ইয়াসমীনা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, ব্যবস্থাপনা উপদেষ্টা ও পরিচালক কবি সাঈদুল আরেফীন। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম আবদুর রহমান, উপানুষ্ঠানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, চট্টগ্রামের সহকারী পরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আলম, ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু, ওয়ার্ল্ড ভিশন কর্ণফুলী এরিয়া প্রোগ্রাম ম্যানেজার জনি রোজারিও, বাশিস উত্তরের সভাপতি মো. ফিরোজ চৌধুরী।

জেএসইউএস প্রোগ্রাম অফিসার খেনি মারমার সঞ্চালনায় ধারণাপত্র পাঠ করেন মিল অফিসার আহছান উল্লাহ রায়হান। বক্তব্য দেন, প্রধান শিক্ষক ও দক্ষিণ জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম, ঘাটফরহাদবেগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদত উল্লাহ কাজেমী, বলুয়ারদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মল্লিকা বড়ুয়া, প্রধান শিক্ষক, স্বপ্নিল ব্রাইট ফাউণ্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মাদ আলী শিকদার, মহব্বত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিংকু ভট্টাচার্য্য, রাইজিং স্টার স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক জয়া বল তপু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় স্বাস্থ্য কমপ্লেক্স ও ট্রমা সেন্টার পরিদর্শনে সিভিল সার্জন
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে আবুল খায়ের স্টিলের বিশ্বের দ্রুততম রিবার রোলিং মিল উদ্বোধন