টেকনাফ থেকে সাগরে মাছ ধরতে যাওয়া ৭ জেলেকে আটক করে নিয়ে গেছে মিয়ানমারে আরাকান আর্মি। গতকাল বুধবার টেকনাফ পৌরসভার কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। নিখোঁজ জেলেদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। টেকনাফের কে কে পাড়ার জেলে ইমাম হোসেন জানান, টেকনাফের কে কে পাড়া ঘাট থেকে মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যার পরে কয়েকটি ট্রলার সাগরে মাছ ধরতে গেলে আরাকান আর্মির কবলে পড়ে। আরাকান আর্মি সদস্যরা তাদের ট্রলার ও মাছসহ ধরে নিয়ে যায়।











