পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণার ২ বছর ৩ মাস পর অবশেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় সংসদ। গতকাল বুধবার রাত সোয়া ১০টার দিকে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আলাউদ্দিন মহসিনকে সভাপতি, আব্দুল্লাহ আল নোমানকে সাধারণ সম্পাদক এবং সাজ্জাদ হেসেন হৃদয়কে সাংগঠনিক সম্পাদক দিয়ে ৪২০ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, চাকসু নির্বাচনকে কেন্দ্র করে সিনিয়র সহ–সভাপতি পদ থেকে মামুনুর রশিদ মামুনকে বরখাস্ত করা হয়। পূর্ণাঙ্গ কমিটিতে সে পদটি খালি রাখা হয়েছে। অন্যদিকে চাকসু নির্বাচনে শিবিরের জয়–জয়াকারের মধ্যেও এজিএস পদে বিজয় লাভ করেছেন ছাত্রদলের আইয়ুবুর রহমান তৌফিক। নতুন কমিটিতে তিনি যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন।
ঘোষিত কমিটিতে সহ–সভাপতি ৫৫ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৯২ জন, সহ–সাধারণ সম্পাদক ৬৩ জন, সহ–সাংগঠনিক সম্পাদক ৬৪ জন এবং সদস্য রাখা হয়েছে ৬২ জনকে। এছাড়া বাকিরা অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, ছাত্রদলের গঠনতন্ত্র অনুযায়ী একটি কমিটির মেয়াদ সর্বোচ্চ ২ বছর। সেই হিসেবে চবি ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটির মেয়াদ শেষ হওয়ার তিন মাস পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।












