সোনামনি

অরূপমা হালদার (৩১,১০১) | বুধবার , ২৯ অক্টোবর, ২০২৫ at ৮:৫৩ পূর্বাহ্ণ

রাগ করো না সোনামনি

বলছে ডেকে মা

আচার আছে তাকের উপর

ইচ্ছা মতো খা।

সোনামনি রেগে আছে

বলছে না সে কথা

তাকিয়ে আছে মাটির দিকে

ঝুঁকিয়ে রেখে মাথা।

পূর্ববর্তী নিবন্ধনতুন বছর
পরবর্তী নিবন্ধআমেনার বাগান