১৭ বছর মা-বোনদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে নিশিরাতের সরকার

কর্ণফুলী যুবদলের অনুষ্ঠানে এস এম মামুন

| বুধবার , ২৯ অক্টোবর, ২০২৫ at ৮:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম মামুন মিয়া বলেছেন, দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের মাবোনদের আওয়ামী লীগ সরকার ভোট কেন্দ্রে ঢুকতে দেয় নাই। তার কারণ মা বোনেরা ভোট কেন্দ্রে ঢুকতে পারলেই তারা ধানের শীষে ভোট দিবেএই ভয়ে দীর্ঘদিন ধরে তাদের ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করেছে অবৈধ নিশিরাতের সরকার।

তিনি বলেন, দেশের জনগণ এখনো অধীর আগ্রহে ধানের শীষে ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে যোগ্য মনে করে চট্টগ্রাম১৩ আসনে (আনোয়ারা কর্ণফুলী) মনোনয়ন দিবে আমরা সবাই তাকে ভোট দিয়ে জয়যুক্ত করব। মনে রাখবেন আমাদের দলের মার্কা ধানের শীষ দেখে আমরা ভোট দিব, ব্যক্তিকে নয়। সুতরাং দল যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষে কাজ করব।

তিনি গতকাল মঙ্গলবার বিকেলে কর্ণফুলী আব্দুল জলিল চৌধুরী স্কুল মাঠে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্ণফুলী উপজেলা যুবদলের উদ্যোগে ৫০০ হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন।

কর্ণফুলী উপজেলা যুবদলের আহ্বায়ক ও ইউপি সদস্য মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহেদুল ইসলাম শামিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোহাম্মদ ওসমান, কর্ণফুলী উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক সোলায়মান দোভাষী, আব্দুল কাদের সুজন, আবু তৈয়ব কন্ট্রাকটর, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি যথাক্রমে কাজী মঈন উদ্দীন টিপু, শেখ আহমদ, সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের, দক্ষিণ জেলা যুবদলের দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, মোহাম্মদ সালাউদ্দিন, মনির উদ্দিন মুন্সী, বিএনপি নেতা মাহমুদুর রহমান মান্না, আলমগীর বিন হোসাইন, যুবদল নেতা মাহবুব আলম জনি, শওকত আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইকবাল, আবুল বশর, ইঞ্জিনিয়ার শাহজান জুয়েল, মোহাম্মদ ইয়াছিন, মির্জা নাছির, শামীমুর রহমান ফয়সাল, শাহেদুল আলম টিটু, আউয়াল, আতা উল্লাহ, তসলিম, জাহিদুর রহমান লিটন, শাহজাদা মহিউদ্দিন, জহিরুল ইসলাম জহির, আব্দুল মজিদ, দেলোয়ার, মো. সুমন, মামুনুর রশিদ মাহির, ইমতিয়াজ জাবেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় সমবায় দিবস ১ নভেম্বর
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের উন্নয়ন ছাড়া দেশের টেকসই অগ্রগতি সম্ভব নয়