কাল কুণ্ডেশ্বরী পূজা

| বুধবার , ২৯ অক্টোবর, ২০২৫ at ৮:৪২ পূর্বাহ্ণ

দীর্ঘ ৭৯ বছরের ঐতিহ্যবাহী কুণ্ডেশ্বরী পূজা আগামীকাল বৃহস্পতিবার রাউজান পৌরসভার কুণ্ডেশ্বরী ভবনে সাড়ম্বরে অনুষ্ঠিত হবে। ঐ দিন সকাল থেকে সন্ধ্যে ছ’টা পর্যন্ত তিনটি পর্বে যথাবিহীত শাস্ত্রাচারে পূজার আয়োজন করা হয়েছে।

শহীদ অধ্যক্ষ নূতন চন্দ্র সিংহ প্রতিষ্ঠিত এই পূজা উপলক্ষে কুণ্ডেশ্বরী ভবনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই পূজায় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বহু ভক্ত ও পূজারীবৃন্দ উপস্থিত হয়ে থাকেন। পূজায় উপস্থিত থাকার জন্য কুণ্ডেশ্বরী পূজা উদযাপন পরিষদের সভাপতি রনজিৎ বিশ্বাস, সম্পাদক নীরোদ বরণ রায় ও কুণ্ডেশ্বরী ঔষধালয়ের ব্যবস্থাপনা পরিচালক রাজীব সিংহ, পরিচালক বাসুদেব সিংহ সকলকে অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে তিন দিনব্যাপী তাফসির মাহফিল শুরু আজ
পরবর্তী নিবন্ধএকাদশ শ্রেণিতে রেজিস্ট্রেশন শুরু ২ নভেম্বর