মশা দমনে ভেজালহীন ওষুধ ছিটানো হোক

| বুধবার , ২৯ অক্টোবর, ২০২৫ at ৮:৩১ পূর্বাহ্ণ

সারাদেশে ডেঙ্গু আর চিকনগুনিয়ার প্রকোপ এতো বেড়েছে যাতে শিশু থেকে বৃদ্ধ কেউ রেহাই পাচ্ছে না। সকাল, দুপুর, বিকাল, রাত্রে মশারি টাঙিয়ে হাসপাতাল, ক্লিনিকে ঘুমাতে হচ্ছে কারণ কখনো মশা কামড়ালে ডেঙ্গু, চিকনগুনিয়া হতে পারে। এমন কি চিকিৎসার অভাবে মৃত্যুও হতে পারে। মশার ঔষধ ছেটানো হলেও তা কোনো কার্যকর প্রভাব ফেলছে না ভেজাল ওষুদের কারণে। পার্শ্ববর্তী গরীব দেশগুলিতে এইভাবে রোগে মারা যাচ্ছে না তাই ওষুধগুলি ভেজালবিহীন হওয়া উচিৎ। কর্তৃপক্ষের কাছে অত্র চসিক এলাকায় ভেজালবিহীন ওষুধ ছিটানোর জন্য দাবী জানাচ্ছি।

এম এ সামাদ

পাহাড়তলী, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধকালীপ্রসন্ন ঘোষ: লেখক ও সাংবাদিক
পরবর্তী নিবন্ধমানুষের জীবন এখন বড় মূল্যহীন