এবং যখন যুদ্ধের সময় তোমাদেরকে কাফিরদের সংখ্যা স্বল্প করে দেখিয়েছেন আর তোমাদের সংখ্যাও তাদের দৃষ্টিতে স্বল্প করে দেখিয়েছেন।
– আল–কুরআনের বঙ্গানুবাদ (৮:৪৪) সূরা আল–আনফাল।
হযরত আনাস (রা.) বলিয়াছেন, হযরত মুহাম্মদ (সা.) দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছেন।
– আল–হাদীস (মোসলেম)।
অসুস্থতা ঘোড়ায় চড়ে আসে কিন্তু যায় পায়ে হেঁটে।
– ডোনাল্ড ডি মিচেল।







