বিবিরহাটে শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসা শিক্ষককে যাবজ্জীবন

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৯ অক্টোবর, ২০২৫ at ৮:০২ পূর্বাহ্ণ

নগরীর বিবিরহাটে ১০ বছরের শিশুকে যৌন নিপীড়নের দায়ে এক মাদ্রাসা শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল৭ এর বিচারক এস এম জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মো. আব্দুল মজিদ কক্সবাজারের পেকুয়ার টইটং এলাকার আবুল কালামের ছেলে। নগরীর বিবিরহাট পশ্চিমপাড়া খ্রিস্টান সিমেট্রি রোড সামার ভিউ আবাসিক এলাকার বেলাল ম্যানসনের বায়তুল আহমাদ হিফ্‌জ মাদ্রাসার শিক্ষক ছিলেন। রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন ট্রাইব্যুনালের পিপি শফিউল মোরশেদ চৌধুরী। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী কপিল উদ্দিন আজাদীকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, ৮ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এ রায় ঘোষণা করেছেন। ট্রাইব্যুনালসূত্র জানায়, ২০২২ সালের ২৬ ফ্রেব্রুয়ারি ১০ বছর বয়সী শিশু বলাৎকারের ঘটনাটি ঘটে। ওই শিশু বায়তুল আহমাদ হিফ্‌জ মাদ্রাসার হিফ্‌জ বিভাগে ও ৫ম শ্রেণীতে অধ্যয়নরত ছিল। ঘটনার দিন মাদ্রাসা শিক্ষক আব্দুল মজিজ শিক্ষকদের কক্ষে ভিকটিম শিশুকে ডেকে নিয়ে বলৎকার করেন। কাউকে কিছু না জানাতে তিনি ওই শিশুকে কোরআন শপথ করান। পরে বিষয়টি জানাজানি হলে শিশুর পিতা নগরীর পাঁচলাইশ থানায় মাদ্রাসা শিক্ষক আব্দুল মজিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষ করে মামলার তদন্ত কর্মকর্তা চার্জশিট দাখিল করলে একই বছরের ৬ সেপ্টেম্বর তার বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধদীর্ঘদিন বন্দরে থাকা বিপজ্জনক পণ্যবোঝাই ১৯ কন্টেনার ধ্বংস
পরবর্তী নিবন্ধপটিয়ায় বিএনপি অফিস ও নেতাকর্মীদের ঘরের দেয়ালে ‘জয় বাংলা’ লিখে পালাল ৪ যুবক