নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনসহ নানা অপরাধে নগরীর চকবাজার এলাকার কুটুমবাড়ি রেস্তোরাঁকে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা এই অভিযান পরিচালনা করেন। অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা ও মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রামের কর্মকর্তা–কর্মচারীবৃন্দ, চট্টগ্রাম সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর এবং চকবাজার থানার একটি টিম সংশ্লিষ্ট বিষয়গুলোতে সার্বিক সমন্বয় করেন।












