মুক্তধ্বনি আবৃত্তি সংসদের উদ্যোগে কবি জীবনানন্দ উৎসব গতকাল সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মুক্তধ্বনি আবৃত্তি সংসদের সভাপতি মসরুর হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক আবুল কালাম আজাদ মজুমদার। অনুভূতি প্রকাশ করেন অতিথি কবি ও সাংবাদিক ওমর কায়সার, কৃষি সমপ্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের সাবেক তত্ত্বাবধায়ক মো. এনামুল হক কাদেরী। একক আবৃত্তি পরিবেশন করেন মাহিদুল ইসলাম, মাসুম আজিজুল বাসার, ফারুক তাহের, নিশাত হাসিনা শিরিন, আলী প্রয়াস, প্রণব চৌধুরী, মুজাহিদুল ইসলাম, তামান্না সরওয়ার নীপা, সেলিম ভুঁইয়া, সুপ্রিয়া চৌধুরী, জেবুন নাহার শারমিন, শামীমা ইয়াসমিন, ঐশী পাল, ইকবাল হোসেন জুয়েল, শারমিন মুস্তারি নাজু, শেখ ফাইরুজ নাওয়ার দুর্দানা, ফাহমিদা মজুমদার মুনিয়া। বৃন্দ ও শ্রুতি পরিবেশনায় অংশ নেন, মসরুর হোসেন, রনজিত রায়, শিপু বিশ্বাস, সঞ্চিতা তালুকদার, লায়ন হামিদা খাতুন পান্না, মনিষা সরকার, সঞ্চিতা তালুকদার, রাশেল দাশ, কাসপি আচার্য, গোধুলী বড়ুয়া, এস এম সোলেমান সবুজ, মোফাচ্ছেল চৌধুরী মানিক, মঞ্জুরুল আলম মঞ্জু, সোমা মূৎসূদ্দী, ফয়সাল রেজা, বিবি ফাতেমা, ফাহমিদা চৌধুরী, জয়া বড়ুয়া, নিশিতা বড়ুয়া, সীমা বড়ুযা, অনামিকা বড়ুয়া, বিবি আয়েশা। প্রেস বিজ্ঞপ্তি।












