তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সিজেকেএস স্কুল ব্যাডমিন্টন টুর্নামেন্ট চট্টগ্রাম রাইফেল ক্লাবে সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টে ছেলেদের এককে চ্যাম্পিয়ন হয়েছে সানশাইন স্কুলের আফনান হামজা, রানার আপ হয়েছে মুসলিম হাই স্কুলের রাফসানুল হক জিসান। মেয়েদের এককে চ্যাম্পিয়ন হয়েছে ফুলকি স্কুলের রিহমা ফেরদৌস, রানার আপ হয়েছে আইডিয়াল স্কুলের ইফাত জাকিয়া রোকেয়া। ছেলেদের দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছে সাতকানিয়া মডেল স্কুলের রাফসান হামজা ও মোহাম্মদ আয়াজ, রানার আপ হয়েছে সানশাইন স্কুলের মোহাম্মদ জিহাদ ও ইমাম হোসেন। মেয়েদের দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছে ফুলকি স্কুলের রিহমা ফেরদৌস ও আসমিয়া আনিস। গত সোমবার বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার, চট্টগ্রাম ও সদস্য সচিব, সিজেকেএস আবদুল বারী। বিশেষ অতিথি ছিলেন সিজেকেএস ব্যাডমিন্টন উপ–কমিটির চেয়ারম্যান ও এ্যাডহক কমিটির সদস্য সাইদুল ইসলাম মীর (ইবেন মীর) এবং সিজেকেএস এডহক কমিটির সদস্য রাজিব আহমেদ শিপলু। স্বাগত বক্তব্য রাখেন সিজেকেএস ব্যাডমিন্টন কমিটির সম্পাদক মোস্তফা মোহাম্মদ জাবেদ। ব্যাডমিন্টন কমিটির ভাইস চেয়ারম্যান তানভীর আহমেদ চৌধুরী এবং সিজেকেএস এর সহ: প্রশাসনিক কর্মকর্তা আমির হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিজেকেএস অ্যাথলেটিক্স কমিটির সম্পাদক সরওয়ারুল আলম সোহেল, বাস্কেটবল কমিটির সম্পাদক ও কাউন্সিলর প্রসেনজিৎ দত্ত রাজু, ব্যাডমিন্টন কমিটির ভাইস চেয়ারম্যান এমদাদুল হক বাদশা ও সালাউদ্দিন খান, সদস্য রাকিব উদ্দিন, আবদুল্লাহ আল ফরহাদ জ্যাকি প্রমুখ। এবারের স্কুল ব্যাডমিন্টন টুর্নামেন্টে ২১টি স্কুল অংশগ্রহণ করে।












