৪র্থ সিতোরিউ কারাতে প্রতিযোগিতা গত ২৫ অক্টোবর ঢাকার মিরপুরে অনুষ্ঠিত হয়। সিতোরিও কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ও কারাতে রেফারিদের অভিভাবক মোস্তাফিজুর রহমানের সার্বিক সহযোগিতায় এতে গাজী কারাতে ক্লাবের কোচ মো. ইউনুছ গাজীর নেতৃত্বে কারাতেকা মানহা গোল্ড, রাজন সিলভার, তাসনিম সিলভার, জাওয়াত সিলভার, রাহিল সিলভার, জুহি ব্রোঞ্জ, তাহমিদ ব্রোঞ্জ, ফারহান ব্রোঞ্জ সামি ব্রোঞ্জ পদক অজন করেন। এতে চট্টগ্রাম থেকে রেফারির দায়িত্ব পালন করেন আব্দুল হান্নান (কাজল), নুরজাহান শামীমা, মো. ইউনুছ গাজী।












