হালিশহর বি–ব্লকে আল–জামিয়াতুল ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানায় লায়ন্স ক্লাব অব চিটাগাং গোল্ডেন সিটির উদ্যোগ গত ২৫ অক্টোবর শিক্ষা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শিক্ষা সামগ্রীর মধ্যে ছিল খাতা, কলম, পেন্সিল ও রাবার এবং খাদ্য সামগ্রীর মধ্যে চাল, ডাল, তেল, লবণ ও পেঁয়াজ।
লায়ন্স ক্লাব অব চিটাগাং গোল্ডেন সিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি লায়ন মোহাম্মদ আলী হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা গভর্নর লায়ন মুসলেহ উদ্দিন আহমেদ অপু, বিশেষ অতিথি ছিলেন লায়ন্স জেলা ১ম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন আবু বকর সিদ্দিক, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাবিনেট সেক্রেটারি লায়ন আবু মুরশেদ, জয়েন্ট কেবিনেট ট্রেজারার লায়ন মাইন উদ্দিন জিলাল, রিজিয়ন চেয়ারপারসন লায়ন মো. হোসেন রানা, লায়ন আলমগীর হোসেন বাবুল, লায়ন তারেক কামাল, জোন চেয়ারপার্সন লায়ন টিপু সুলতান চৌধুরী, লায়ন মোহাম্মদ জহিরুল ইসলাম টিপু, ডিস্ট্রিক্ট সেক্রেটারি হাসনাতুজ্জামান, লায়ন জয়নাল আবেদী, ক্লাব ডিরেক্টর লায়ন সাইফুদ্দিন জালালী, লায়ন শাহীন সহ অন্যান্য লায়ন এবং লিওবৃন্দ।
অনুষ্ঠানে জেলা গভর্নর বলেন, মানবিক কর্মকাণ্ডে লায়ন্স ক্লাব অব চিটাগাং গোল্ডেন সিটি অত্র জেলায় একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তাদের এই মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।












