আলম হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ২৮ অক্টোবর, ২০২৫ at ৮:২৩ পূর্বাহ্ণ

রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে সন্ত্রাসীদের গুলিতে আলমগীর প্রকাশ আলম হত্যার ঘটনায় গতকাল সোমবার পর্যন্ত থানায় কোনো মামলা রেকর্ড হয়নি। ঘটনার পর থেকে এখনো এলাকার মানুষের মাঝে আতঙ্ক কটেনি। থামেনি আলমের পরিবারের শোকের মাতম। স্থানীয় জনসাধারণ সূত্রে জানা যায়, এলাকার অনেকেই আছেন এই হত্যাকাণ্ডের ইস্যুতে হয়রানির আশঙ্কায়। আলম জীবদশায় একাধিক ভিডিও বার্তায় তাকে হত্যা করার বিষয়ে আশঙ্কা প্রকাশ করে যাদের নাম উল্লেখ করেছিল তাদের মধ্যে উদ্বেগ উৎকন্ঠা লক্ষ্য করা গেছে। আলোচিত এই হত্যার ঘটনার বিষয়ে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভুইয়া বলেন, খুনের রহস্য উদঘাটনে থানা পুলিশসহ আইন শৃংঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থা নানামুখি অনুসন্ধানে নেমে তথ্য উপাত্ত সংগ্রহ করছে। প্রকৃত অপরাধী ছাড়া নিরহ কোনো মানুষ হয়রানির প্রশ্নই উঠে না। পরিবারের পক্ষ থেকে গতকাল নয়টা পর্যন্ত কোনো মামলা হয়নি বলে এই কর্মকর্তা নিশ্চিত করেন। উল্লেখ্য যে, গত ২৫ অক্টোবর সন্ত্রাসীদের গুলিতে নিহত হন আলমগীর প্রকাশ আলম।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪
পরবর্তী নিবন্ধনামাজে ইমামের স্ট্রোক, হাসপাতালে মৃত্যু