খাগড়াছড়িতে এবার চেঙ্গী নদীর তীর থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা সাড়ে ১০টার দিকে গঞ্জপাড়া ব্রিজ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আব্দুল বাতেন মৃধা। তিনি জানান, সকালে গঞ্জপাড়া সংলগ্ন চেঙ্গী নদীতীরে স্থানীয়রা নবজাতকের লাশটি দেখতে পায়। এর আগে, গত সোমবার জেলা সদরে পূর্ব শান্তিনগর এলাকা থেকে জীবিত অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়। বর্তমানে সেই নবজাতকে সুস্থ অবস্থায় হাসপাতালে রয়েছে।











