চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি এসএম সাইফুল আলমের ছোট ভাই মোরশেদুল আলম গত ২৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে সাতটায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি মা–ভাইসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার বাদ জোহর ধনিয়ালাপাড়াস্থ বায়তুশ শরফ মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
মোরশেদুল আলমের মৃত্যুতে আরো শোক প্রকাশ করেছেন, সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, মহানগর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ এরশাদ উল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












