ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ও সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইব্রাহিম চৌধুরী বলেছেন, উদ্যোক্তা হচ্ছে আইবিডব্লিউএফ এর প্রাণ। এ সংগঠন উদ্যোক্তা তৈরির মাধ্যমে নতুন নতুন ব্যবসা সৃষ্টি করবে। উদ্যোক্তারা নিজেদের ভাগ্যের উন্নয়নের পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নতুন নতুন ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ করবে।
তিনি মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে চট্টগ্রাম দক্ষিণ জেলা আইবিডব্লিউএফের উদ্যোগে চট্টগ্রাম নগরীর একটি রেস্তোরাঁয় কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা তৈরির মাধ্যমে নতুন নতুন ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ ও শিল্প কারখানা স্থাপনের লক্ষ্যে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
ইব্রাহিম চৌধুরী আরও বলেন, উদ্যোক্তারা দেশের শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তুলে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে। যার ফলে দেশের অর্থনীতির চাকা সচল রাখার পাশাপাশি উদ্যোক্তারা দেশের অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এজন্য এ সংগঠনের সদস্যরা সমন্বিত উদ্যোগ গ্রহণ করে তাদের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যের চূড়াই সহজেই আরোহন করতে পারবে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আইবিডব্লিউএফের সেক্রেটারি সৈয়দ আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, দক্ষিণ জেলার সহ-সভাপতি আবুল কালাম আযাদ চৌধুরী, সহ-সেক্রেটারি এস এম কামরুজ্জামান, মো. দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক মো.মহিউদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান শিবলু, সমাজ সেবা সম্পাদক এডভোকেট শাহজাহান আলী, সদস্য বেলাল রশিদ চৌধুরী, মো. নাজিম উদ্দিন, মো. মোরশেদ, মো. আবু জাফর, মো. আক্তার ও মো. জুনায়েদ প্রমুখ।
 
        
