টেকনাফের পাহাড় থেকে অপহৃত ২২ জনকে উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ২৮ অক্টোবর, ২০২৫ at ৭:৫৮ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড় থেকে মুক্তিপণ আদায় ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে অপহৃত ২২ জনকে উদ্ধার করা হয়েছে। গত রোববার টেকনাফের সদর ইউনিয়নের হাতিয়ারঘোনা এলাকার করাচিপাড়ার পাহাড় থেকে র‌্যাব১৫ অপহৃতদের উদ্ধার করে।

উদ্ধারকৃতদের মধ্যে ১ জন বাংলাদেশি নাগরিক এবং ২১ জন রোহিঙ্গা রয়েছেন। রোহিঙ্গাদের মধ্যে ১০ জন পুরুষ, ৪ জন নারী ও ৭ শিশু।

র‌্যাব১৫ জানায়, গত ২৬ অক্টোবর গোপন তথ্যের ভিত্তিতে হাতিয়ারঘোনা করাচিপাড়ার দুর্গম পাহাড়ে অভিযান পরিচালনা করা হয়। প্রায় তিন ঘণ্টাব্যাপী এ রুদ্ধশ্বাস অভিযানে মুক্তিপণ আদায় ও জোরপূর্বক মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটক ২২ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, অভিযানের সময় পাচারকারী চক্রের সদস্যরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। তবে পাচারকারী চক্রের সদস্যদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃত মোবারক (১৭) জানান, গত ১৩ অক্টোবর বিকেল তিনটার দিকে কঙবাজার শহরের কলাতলী এলাকা থেকে অজ্ঞাতনামা আসামিরা তাকে সিএনজি যোগে অপহরণ করে করাচিপাড়ার পাহাড়ে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করে এবং পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অপরদেরও বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকা থেকে অপহরণ করে একইভাবে মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না দিলে মালয়েশিয়ায় পাচার করার হুমকি দেওয়া হয়। মুক্তিপণ না পেয়ে পাচারকারীরা ভিকটিমদের ওপর নির্মম নির্যাতন চালায়। সিগারেটের আগুন দিয়ে শরীর পুড়িয়ে ফেলা হয় এবং প্লায়ার্স দিয়ে আঙুলের নখ তুলে ফেলা হয়।

র‌্যাব জানায়, ঘটনার সঙ্গে জড়িত আসামিদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদুদকের মামলায় সস্ত্রীক আসামি হচ্ছেন সাংবাদিক নাঈমুল ইসলাম খান
পরবর্তী নিবন্ধদক্ষিণ জেলা আ. লীগের দুই নেতা নগরে গ্রেপ্তার