রোহিঙ্গাসহ ৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ২৮ অক্টোবর, ২০২৫ at ৭:৫৫ পূর্বাহ্ণ

সাগরে মাছ ধরার সময় মিয়ানমারের জলসীমা অতিক্রম করায় তিন বাংলাদেশি ও এক রোহিঙ্গা জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। আটক জেলেরা কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের জালিয়া পাড়ার বাসিন্দা।

তারা হলেন সহোদর আব্দু রহমান (৩৮), আবুল কালাম (৪০) ও শফি আলম (১৯)। তাদের সাথে একজন রোহিঙ্গা জেলে আটক হয়েছেন বলে জানা গেছে।

গতকাল সকালে শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার আব্দু রহমানের মালিকানাধীন একটি মাছ ধরার নৌকা নিয়ে তারা সাগরে মাছ শিকারে যান। এ সময় মিয়ানমারের জলসীমা অতিক্রম করলে আরাকান আর্মি নৌকাসহ তাদের আটক করে নিয়ে যায়। মিয়ানমার ভিত্তিক সংবাদমাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্ক জানায়, আরাকান আর্মি দাবি করেছেঅবৈধভাবে আরাকানের জলসীমায় প্রবেশ করে মাছ ধরার অভিযোগে জেলেদের আটক করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। শাহপরীর দ্বীপ ইউপির সদস্য আব্দুস সালাম বলেন, স্থানীয় জেলেদের কাছ থেকে শুনেছি, জালিয়াপাড়ার আব্দু রহমানের মালিকানাধীন নৌকাসহ চার জেলেকে আরাকান আর্মি আটক করেছে। বিষয়টি আমরা প্রশাসনকে জানিয়েছি।

পূর্ববর্তী নিবন্ধপুলিশের গুলিতে আমার মা মারা যায়, ছেলে প্যারালাইজড
পরবর্তী নিবন্ধভৈরবকে জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধ, ট্রেনে পাথর নিক্ষেপ