আয়ারল্যান্ডের রাজনীতিতে কট্টর বামপন্থি অংশের সদস্য, প্রবীণ আইনপ্রণেতা ক্যাথরিন কনলি প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিপুল ব্যবধানে হারিয়ে ইউরোপের দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
গত শনিবারের ভোটের এই ফলকে কিছুদিন আগে পুনর্নির্বাচিত হওয়া মধ্য–বাম জোট সরকারের প্রতি জনগণ, বিশেষ করে তরুণদের তীব্র অসন্তোষের বহিঃপ্রকাশ বলেই মনে করছে বার্তা সংস্থা রয়টার্স।
৬৮ বছর বয়সী কনলি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দীর্ঘদিনের সমালোচক। কিছুদিন আগেও তিনি খুব একটা জনপ্রিয় ছিলেন না, প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের শুরুর দিকেও অনেকেই তার সম্ভাবনা খারিজও করে দিয়েছিলেন। কিন্তু প্রচারণা যত এগিয়েছে, ততই তার অবস্থান মজবুত হয়েছে, তরুণদের মধ্যে সমর্থন বেড়েছে। খবর বিডিনিউজের।












