পারমাণবিক শক্তিচালিত নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া

| সোমবার , ২৭ অক্টোবর, ২০২৫ at ১১:১৪ পূর্বাহ্ণ

পারমাণবিক শক্তিচালিত নতুন একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে রাশিয়া। বিশ্বের যে কোনও প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রের নাম ‘বুরেভেস্তনিক’। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল রোববার জানিয়েছেন, এই ক্ষেপণাস্ত্র মোতায়েনের পদক্ষেপ নেবেন তিনি। রাশিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং এর আগে গত সপ্তাহে চালানো পারমাণবিক অস্ত্রের সামরিক মহড়া এই বার্তাই দিচ্ছে যে, রাশিয়া, পুতিনের কথায় বলতে গেলে ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা চাপের কাছে কখনওই মাথা নত করবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সমপ্রতি কয়েকদিনের ইউক্রেনে যুদ্ধবিরতি করানোর জন্য রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে চাপ বাড়িয়েছেন। এরপরই রাশিয়া তাদের শক্তি দেখাতে গত ২২ অক্টোবর পারমাণবিক অস্ত্র মহড়া চালায়। খবর বিডিনিউজের।

এবার তারা নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল। রাশিয়ার সামরিক বাহিনীর প্রধান জেনারেল ভ্যালেরি রোববার ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষার বিষয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবহিত করেছেন। পুতিনকে তিনি জানান, গত ২১ অক্টোবর পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণের পর ক্ষেপণাস্ত্রটি ১৪ হাজার কিলোমিটার (৮ হাজার ৭০০ মাইল) দূরত্ব অতিক্রম করেছে এবং প্রায় ১৫ ঘণ্টা ধরে আকাশে ছিল।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১১.৪৭ কোটি টাকা
পরবর্তী নিবন্ধআয়ারল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে স্বতন্ত্র বামপন্থি ক্যাথরিন কনলির জয়