ইতিমধ্যে ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আগ্রহ প্রকাশ করেছেন টেস্ট নেতৃত্ব পেতে। মিরাজের পর টি–টোয়েন্টি অধিনায়ক লিটন দাসও বললেন, টেস্টে নেতৃত্ব দিতে তিনি প্রস্তুত। অলরাউন্ডার মিরাজের মতো অবশ্য কোনো শর্ত দিলেন না তিনি। চট্টগ্রামে বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি–টোয়েন্টি ম্যাচের আগে গতকাল রোববার সংবাদ সম্মেলনে নেতৃত্ব নিয়ে নিজের ভাবনার কথা বলেন লিটন,এখন পর্যন্ত আমি এই বিষয় নিয়ে কোনো কিছুই জানি না। তারা যদি মনে করেন যোগ্য, অবশ্যই তারা আমার সঙ্গে আলোচনা করবেন। এরপর দেখা যাক সিদ্ধান্ত কী হয়। অবশ্যই আপনি যখন খেলোয়াড় হিসেবে খেলবেন, টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব পাওয়াটা অনেক বড় একটা পাওয়া। আমার মনে হয় না, কেউ ‘না’ করবে। তবে তাদের পক্ষ থেকে কোনো কিছু এখনও আসেনি। এলে সিদ্ধান্ত নেওয়া যাবে। গত জুনে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের পর নাজমুল হোসেন শান্ত টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর পদটি শূন্য আছে। লিটন ও মিরাজের সঙ্গে বিবেচনায় আছেন সাবেক অধিনায়ক মুমিনুল হকও। আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে বিসিবি একজন অধিনায়ক ঠিক করবে। ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন লিটন। তার নেতৃত্ব ৭ ওয়ানডেতে ৩টিতে জয়, ২৩ টি–টোয়েন্টিতে ১৩টিতে জয় পেয়েছে বাংলাদেশ। পাশপাশি হার দেখেছে ৯টিতে।












