টানা তিন ম্যাচ জিতে আসার পর কাভা ভলিবল কাপে প্রথম হারের তেতো স্বাদ পেয়েছে বাংলাদেশ। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে রোববার রাউন্ড রবিন লিগে নিজেদের চতুর্থ ম্যাচে তুর্কমেনিস্তানের কাছে ৩–২ সেটে হেরেছে বাংলাদেশ। মালদ্বীপকে ৩–০ সেটে হারিয়ে এই প্রতিযোগিতায় শুভসূচনা করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে জমজমাট লড়াইয়ে নেপালের বিপক্ষে জিতেছিল ৩–২ সেটে। এরপর শ্রীলঙ্কাকে ৩–২ সেটে হারিয়ে ধরে রেখেছিল জয়ের ধারা, সেখানে এবার ছেদ পড়ল। এই ম্যাচে বাংলাদেশের শুরুটা হয় প্রথম সেটে ২৬–২৪ পয়েন্টের হার দিয়ে। তবে দ্বিতীয় সেট ২৫–১৭ পয়েন্টে জিতে দারুণভাবে ঘুরে দাঁড়ান হরসিত–রাতুলরা। তৃতীয় সেটে আবার ছন্দপতন; ২৫–২১ ব্যবধানে হেরে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে পরের সেট ২৫–২০ ব্যবধানে জিতে সমতায় ফেরে দল। ম্যাচের ভাগ্য গড়ায় পঞ্চম সেটে। সেখানেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১৬–১৪ পয়েন্টে হেরে যায় বাংলাদেশ। টানা চতুর্থ জয়ের আনন্দ নিয়ে কোর্ট ছাড়ে তুর্কমেনিস্তান। রাউন্ড রবিন লিগে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে সোমবার বাংলাদেশ মুখোমুখি হবে আফগানিস্তানের।











