সংগঠিত মানবসেবাই সমাজে টেকসই পরিবর্তন আনতে পারে

পেকুয়ায় লায়ন্স ক্লাব অফ চিটাগংয়ের একগুচ্ছ সেবা কার্যক্রম

| সোমবার , ২৭ অক্টোবর, ২০২৫ at ১১:০৭ পূর্বাহ্ণ

পেকুয়ার রাজাখালি ইউনিয়নে ঐতিহ্যবাহী মিয়া বাড়ি প্রাঙ্গণে দিনব্যাপী একগুচ্ছ সেবা কার্যক্রমের আয়োজন সম্পন্ন করেছে লায়ন্স ক্লাব অফ চিটাগং। অক্টোবর সেবা মাসের অংশ হিসেবে আয়োজিত সেবা কার্যক্রমের মধ্যে ছিল চক্ষু ক্যাম্প, শিক্ষা সামগ্রী বিতরণ, খাদ্য বিতরণ, চাইল্ডহুড ক্যান্সার সচেতনতা নিয়ে সেমিনার, স্বাস্থ্য সুরক্ষা সচেতনতা ও উপকরণ বিতরণ, হেলথ্‌ ক্যাম্প, ওষুধ বিতরণ, ব্লাড গ্রুপিং, ডায়েবিটিস চেকআপ, খৎনা, বৃক্ষরোপণ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা, লাইব্রেরি ও কম্পিউটার ল্যাব উদ্বোধন, সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থীদের জন্য সেলাই মেশিন প্রদান প্রভৃতি।

এছাড়া আরব শাহ বাজার সংলগ্ন মোহাম্মদীয়া এতিমখানায় দুই লাখ টাকার চেক প্রদান করা হয় এবং অনাথ একজন কন্যাদায়গ্রস্ত পিতার কন্যাকে যাবতীয় খরচ ও উপহার সামগ্রী দিয়ে বিয়ের আয়োজন করা হয় ও বর ও কনেকে স্বাবলম্বীকরণের জন্য সহযোগিতা করা হয়।

লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লায়ন রেবেকা নাসরিনের সভাপতিত্বে এবং ক্লাব সেক্রেটারি লায়ন বাসুদেব সিনহার সঞ্চালনায় দিনব্যাপী চলা বিভিন্ন সেবা কার্যক্রমের পাশাপাশি অনুষ্ঠিত ক্লাবের রেগুলার মিটিংয়ে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫, বি৪ বাংলাদেশের জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিডিজি ফোরামের চেয়ারম্যান পিডিজি লায়ন এম এ মালেক, পিডিজি লায়ন কামরুন মালেক, কেবিনেট সেক্রেটারি লায়ন মোঃ আবু মোরশেদ, জিএলটি লায়ন অশেষ কুমার উকিল, জিইটি লায়ন জাহানারা বেগম, রিজিওন চেয়ারপার্সন১ লায়ন নিশাত ইমরান ও রিজিওন চেয়ারপার্সন নীলাদ্রি দে।

ধন্যবাদ জ্ঞাপন করেন মোহাম্মদীয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান এ জে এম গিয়াসউদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন রিজিওন চেয়ারপার্সন লায়ন শাহেলা আবেদিন, লিও ক্লাব অফ চিটাগংয়ের ভাইস প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ আইয়ুব, ক্লাব ট্রেজেরার লায়ন অনুপম মজুমদার, জয়েন্ট ট্রেজেরার লায়ন বিপ্লব চক্রবর্তী তুহিন, ক্লাব ডিরেক্টর লায়ন রোকেয়া জামান, লায়ন নূর আক্তার, লায়ন সায়মা জাহান, লিও জেলা জয়েন্ট সেক্রেটারি লিও শেখ মুনতাসির মামুন ও জিএসটি কোঅর্ডনেটর লিও দেলোয়ার হোসেন। লিও ক্লাব অব চিটাগং ও লিও ক্লাব অফ চিটাগং এরিস্ট্রোক্রেসি ক্যামব্রিয়ানের সহায়তা ও ব্যবস্থাপনায় দিনব্যাপী চলা বিভিন্ন সেবা কার্যক্রমে অংশ নেয় লিও ক্লাব অফ চিটাগংয়ের প্রেসিডেন্ট লিও মিনহাজুর রহমান শিহাব, আইপিপি লিও শাহাদাত হোসেন সাইফ, লিও ক্লাব অব চিটাগং এরিস্ট্রোক্রেসি ক্যামব্রিয়ানের প্রেসিডেন্ট লিও ইমরুল কায়েস অপু, লিও মাহমুদুন নবী, লিও মোঃ জাহেদ উদ্দীন রিপন, লিও মারিয়া দিলশাদ, লিও ওমন ঘোষ, লিও মোঃ সরোয়ার আলম সিয়াম, লিও উম্মে হাবিবা, লিও ইনতিশার রহমান রাবি, লিও মশিউর ইসলাম রাজু, লিও সুজন বণিক, লিও সৈয়দ মুবতাসিম তাজওয়ার, লিও জহির আব্বাস চৌধুরী, লিও আঞ্জুমান আরা, লিও তানভীর, লিও সাজিদ, লিও অভিজিত প্রমুখ। লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু বলেন, এখানকার মানুষ আজ বাস্তবভাবে সেবার সুফল পেয়েছেচিকিৎসা, শিক্ষা, খাদ্য ও সহায়তা সহ বিভিন্ন মাধ্যমে। বিশেষ করে অনাথ শিশুদের সহায়তা ও এক অনাথ মেয়ের বিয়ের দায়িত্ব গ্রহণ সত্যিই মানবতার এক উজ্জ্বল উদাহরণ। লায়ন এম এ মালেক বলেন, সংগঠিত মানবসেবাই সমাজে টেকসই পরিবর্তন আনতে পারে। তাই মানবতার সেবায় নিয়োজিত হয়ে সেবামূলক কাজের মাধ্যমে কম সৌভাগ্যবান মানুষের মুখে হাসি ফোটানোর প্রচেষ্টাই পারে সমাজের সুষম বণ্টন প্রাপ্তিতে।

লায়ন রেবেকা নাসরিন বলেন, আমাদের মূল লক্ষ্য ছিল সুবিধাবঞ্চিত মানুষের কাছে সরাসরি সহায়তা পৌঁছে দেওয়া। চোখের চিকিৎসা থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সহায়তা সবক্ষেত্রেই আজকের আয়োজন স্থানীয় মানুষের জীবনে এক ইতিবাচক পরিবর্তনের বার্তা দিয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচুয়েটে শুরু হচ্ছে পদার্থবিজ্ঞান বিভাগের আন্তর্জাতিক কনফারেন্স
পরবর্তী নিবন্ধথাইল্যান্ডের সাথে আজ দ্বিতীয় প্রীতি ম্যাচ বাংলাদেশের