চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক প্রফেসর ড. ভূঁইয়া মো. মনোয়ার কবীরকে বিভাগীয় শিক্ষকবৃন্দ ও সহকর্মীরা বিদায় সংবর্ধনা দিয়েছেন। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে শিক্ষকতা করে তিনি বিশ্ববিদ্যালয়ে রেখে গেছেন এক সমৃদ্ধ একাডেমিক ও নৈতিক উত্তরাধিকার। গতকাল রবিবার বিভাগের সভাপতির কার্যালয়ে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. এ.কে.এম মাহফুজুল হক (মাহফুজ পারভেজ)। এসময় বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্যান্য শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর ড. আনোয়ারা বেগম, প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী, বিভাগের শিক্ষক প্রফেসর মোহাম্মদ আলম চৌধুরী, প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল কাইয়ুম, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন মিঝি, প্রফেসর আককাছ আহমদ, সহযোগী অধ্যাপক এ.জি.এম নিয়াজ উদ্দিন ও মো. বখতেয়ার উদ্দীন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে প্রফেসর ড. ভূঁইয়া মনোয়ার কবীরকে ফুল ও উত্তরীয় দিয়ে বরণ করে নেন অতিথি ও বিভাগের শিক্ষকরা। এরপর প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন মিঝি দোয়া পরিচালনা করেন। পরে বিভাগের শিক্ষকরা বিদায়ী শিক্ষকের স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন।












