বিএফডিসিকে উন্নত করলে মৎস্য সম্পদের কার্যক্রম বাড়বে

কাপ্তাইয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

রাঙামাটি প্রতিনিধি | সোমবার , ২৭ অক্টোবর, ২০২৫ at ১০:৫৩ পূর্বাহ্ণ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মৎস্য সম্পদ বাংলাদেশের অর্থনৈতিকভাবে এত গুরত্বপূর্ণ হওয়া স্বত্ত্বেও এর স্থাপনা, ল্যান্ডিং স্টেশন, মৎস্য প্রক্রিয়াজাতকরণ এলাকাগুলোর অবস্থা খুবই খারাপ। এগুলোর জরাজীর্ণ অবস্থা দেখে আমার খুবই খারাপ লেগেছে। যার ফলে এখানে বিনিয়োগ করা ছাড়া বিকল্প নেই। এই বিএফডিসিকে উন্নত করলে আমাদের দেশের মৎস্য সম্পদের যে কার্যক্রম এগুলো আরও অনেক বেড়ে যাবে বলে আমি আশাবাদী।

গতকাল রোববার দুপুরে বাংলাদেশ মংস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণনকেন্দ্রের অবতরণ ঘাট (ল্যান্ডিং স্টেশন), বরফ কলসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেয়ার জন্য কোনো বিদেশি চাপ আছে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, এসব উড়ো কথা। তিনি জানান, নির্বাচন পর্যন্ত উপদেষ্টা পরিষদ কাজ করে যাবে। এ সময় উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান ফারাহ শাম্মী, কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণণকেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম, উপব্যবস্থাপক মাসুদ আলমসহ মৎস্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার দুদিনের সফরে পার্বত্য জেলা রাঙামাটিতে এসেছেন। গতকাল দুপুরে কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণনকেন্দ্র পরিদর্শন করেন। আজ সোমবার সকালে জেলাপ্রশাসক কার্যালয়ে কাপ্তাই হ্রদের অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা এবং দুপুরে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের কথা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রস্তাবিত উত্তর ফটিকছড়ির সাথে হারুয়ালছড়িকে অন্তর্ভুক্ত করা যাবে না
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ‘এজেন্ট ডেস্ক সিস্টেম’ বিষয়ক কর্মশালা