ইসলামের পক্ষে যারা থাকবেন তাদের পক্ষে কাজ করতে হবে

জমিয়াতুল মোদার্রেছীন চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলার অভিষেক

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৭ অক্টোবর, ২০২৫ at ১০:৫১ পূর্বাহ্ণ

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন বলেছেন, ইসলাম ও মুসলমানদের স্বপক্ষে যারা থাকবেন আগামীতে সম্মিলিতভাবে তাদের পক্ষে কাজ করতে হবে। তারেক রহমানই আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি ইসলামের সপক্ষে তাঁর সুস্পষ্ট এবং বলিষ্ঠ অবস্থান পরিষ্কার করেছেন। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে জমিয়াতুল মোদার্রেছীনের দীর্ঘদিনের অত্যন্ত সুসম্পর্ক। বিএনপির সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে আমাদের ভিন্নমত থাকতে পারে; তবে তারেক রহমান দেশের নেতৃত্বদানের যোগ্যতায় নিজেকে যোগ্য করে এবং ইসলামের সপক্ষে ইতোমধ্যে দীর্ঘসময় নিজেকে গড়ে তুলেছেন।

তিনি গতকাল নগরীর ষোলশহর এলজিইডি ভবন অডিটোরিয়ামে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এর আগে তিনি নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান। তিনি বলেন, আগামী দিনে যারা ক্ষমতায় আসবেন তাদের জন্য বড় চ্যালেঞ্জ হবে সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনা। নৈতিক সমাজ গঠন করতে হলে আলেমওলামাদের সহযোগিতা লাগবে। তারাই সমাজ পরিবর্তনে কাজ করে যাচ্ছেন। ক্যাডার দিয়ে সমাজ পরিবর্তন করা যাবে না, ক্ষমতায়ও যাওয়া যাবে না। আমরা নৈতিক সমাজ চাই, নৈতিকতা ছাড়া অর্থ অর্জন করে তা ধরে রাখা যাবে না। আমরা সোমালিয়া, নাইজেরিয়া হতে চাই না। বেতনভাতা বৃদ্ধির নামে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকদের আন্দোলন, মাজারে ভাঙচুর বহির্বিশ্বে ভুলবার্তা যাচ্ছে। অভিষেক অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব আল্লামা শাব্বীর আহমদ মোমতাজী। তিনি বলেন, মাদরাসা শিক্ষকদের মর্যাদার আসনে রাখতে জমিয়াতুল মোদার্রেছীন কাজ করে যাচ্ছে। রাস্তায় নামা ছাড়াই আমরা শিক্ষকদের সব অধিকার আদায় করছি। আগামী দিনে মাদরাসা শিক্ষকদের চাকুরি জাতীয়করণের দাবিও ইনশাআল্লাহ আদায় হবে। জমিয়াতুল মোদার্রেছীন চট্টগ্রাম মহানগর সভাপতি অধ্যক্ষ আল্লামা আবদুল আলিম রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়ক অধ্যক্ষ ছৈয়দ মাওলানা আবু ছালেহ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মুফতি মুহাম্মদ এজহারুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ মোবাশশিরুল হক নঈমী, যুগ্ম মহাসচিব নোমান আহমেদ। বক্তব্য রাখেন মাওলানা ছালেহ আহমদ আনছারী, প্রিন্সিপাল মোখতার আহমদ, ছৈয়দ মুহাম্মদ আলা উদ্দীন আল কাদেরী। উপস্থিত ছিলেন অধ্যক্ষ আল্লামা আবদুল খালেক শওকী, অধ্যক্ষ আল্লামা একরামুল হক, অধ্যক্ষ ছৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দীন, অধ্যক্ষ আল্লামা মহিউদ্দিন হাশেমী, অধ্যক্ষ আমির আহমদ আনোয়ারী, অধ্যক্ষ ত্বোয়াহা মোহাম্মদ মোদ্দাচ্ছির, অধ্যক্ষ রিদুয়ানুল হক হক্কানি, অধ্যক্ষ ড. মুহাম্মদ খলিলুর রহমান, অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, অধ্যক্ষ জানে আলম নিজামী প্রমুখ। জামেয়া আহমদিয়া সুন্নিয়ার শিক্ষার্থী আবু বকর মোহাম্মদ রেজার কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে জমিয়াতুল মোদার্রেছীন সভাপতি এ এম এম বাহাউদ্দীন, মহাসচিব শাব্বীর আহমদ মোমতাজীসহ অতিথিদের ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করা হয়। অভিষেক শেষে দেশ জাতির কল্যাণ ও জমিয়াতুল মোদার্রেছীনের সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধ৬৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার যুবকের ৫ বছরের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় ইটভাটা মালিককে ২ লক্ষ টাকা জরিমানা