পাঁচলাইশ হাজীপাড়ায় গাউসিয়া কমিটির ফাতেহা-ই ইয়াজদাহুম উদযাপন

| সোমবার , ২৭ অক্টোবর, ২০২৫ at ১০:৪৪ পূর্বাহ্ণ

পাঁচলাইশ ০৩নং ওয়ার্ডের আওতাধীন হাজীপাড়া হাজী চাঁন্দ মিয়া সওদাগর জামে মসজিদ প্রাঙ্গণে গাউসিয়া কমিটি বাংলাদেশ হযরত শাহ্‌সূফী মাওলানা সৈয়দ মুহাম্মদ খলিলুর রহমান (রহঃ) বাড়ী ইউনিটের ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এবং ফাতেহাই ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে ১৯তম সুন্নী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার বাদে মাগরিব হতে উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন। প্রধান বক্তা হিসেবে তকরির পেশ করেন ঢাকা কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ এবং আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের যুগ্মমহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক (মা.জি.)। এতে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা ইমরান হাসান আলক্বাদেরী (মা.জি.)। মাহফিলের উদ্বোধক ছিলেন মাওলানা মুহাম্মদ আকতার হোসেন আলক্বাদেরী (মা.জি.)। মাহফিলে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা মুহাম্মদ আহমদুর রহমান হক্কানী (মা.জি.)। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা শেখ মুহাম্মদ আরিফুর রহমান, অধ্যক্ষ মুহাম্মদ রিদুয়ানুল হক হক্কানী (মা:জি:), মাওলানা মুহাম্মদ মাহাবুব উল্ল্যাহ ফারুকী, গাউছিয়া কমিটি বাংলাদেশ পাঁচলাইশ ৩নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ জসিম, সাধারণ সম্পাদক মহিউদ্দিন খোকন। আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জি এম আইয়ুব খান, মুহাম্মদ আবুল কালাম আবু, প্রফেসর মুহাম্মদ রেজাউল করিম, এস এম এহসান উল্যাহ, ডাঃ মুহাম্মদ ইদ্রিস, মোঃ শাহাজাহান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশাপলা প্রতীক না পেলে ইসির বিরুদ্ধে আন্দোলন: সারজিস
পরবর্তী নিবন্ধমাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের উঠান বৈঠক