এনসিপি নির্বাচনি প্রতীক হিসেবে কাঙ্ক্ষিত শাপলা না পেলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে নামবে বলে মন্তব্য করেছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, ‘শাপলা প্রতীকের জন্য যদি এনসিপিকে রাজপথের কর্মসূচিতে যেতে হয়, তাহলে এনসিপি একই সঙ্গে এই স্বেচ্ছাচারী নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনের আন্দোলনেও যাবে। নির্বাচন নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন নিজের সক্ষমতা ও নিরপেক্ষতার প্রমাণ এখনো পর্যন্ত কথা ও কাজের মাধ্যমে দিতে পারছে না।’ খবর বিডিনিউজের।
কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এনসিপির জেলা–উপজেলা সমন্বয় সভায় যোগদান শেষে রোববার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সারজিস এসব কথা বলেন।
জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে শুধু কয়েকটি আসনের জন্য এনসিপি নির্বাচনে কারো সঙ্গে জোটবদ্ধ হবে না বলেও মন্তব্য করেন সারজিস। তিনি বলেন, ‘জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতি রেখে যদি নির্বাচনে এনসিপি কারো সঙ্গে জোট করে, তাহলে এনসিপি নাম নিয়ে শাপলা প্রতীকেই নির্বাচন করবে।’
কার সঙ্গে জোট হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন করা, বিচার নিষ্পন্নের প্রক্রিয়া চলমান রাখা, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই জারি রাখা, আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ফ্যাসিস্টদের দোসরদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার নীতির প্রতি অঙ্গীকারবদ্ধ রাজনৈতিক দলগুলির সঙ্গেই কেবল এনসিপি নির্বাচনি জোট করতে পারে।’












