পাহারা দিয়ে গরু চোর ধরল জনতা, গণপিটুনি

জেল থেকে বেরিয়ে ফের চুরি

আনোয়ারা প্রতিনিধি | সোমবার , ২৭ অক্টোবর, ২০২৫ at ১০:৪৩ পূর্বাহ্ণ

আনোয়ারায় গরু চুরির ঘটনায় দুই চোরকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এসময় একচোরকে হাতেনাতে ধরে গণপিটুনি দেওয়া হয়। গতকাল রবিবার ভোররাতে উপজেলা হাইলধর ইউনিয়নের উত্তর হাইলধর আবুআলী টেক এলাকায় এই চুরির ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, এলাকায় ইতিমধ্যে বেশ কয়েকটি চুরির ঘটনায় চোরের দল ৫টি গরু চুরি করে। তাই তারা পাহারা দিয়ে চোর ধরে পুলিশে দিলেন। আটককৃতরা হলেন, পশ্চিম হাইলধর গ্রামের মো. কেনু (৪০) ও দক্ষিণ হাইলধর গ্রামের মো. নাজিম (৪২)। স্থানীয়রা জানান, রবিবার ভোর রাতে হাইলধর ইউনিয়নের ফকির মুহাম্মদ চৌধুরী বাড়ির তাজিমের মালিকানাধীন গোয়াল ঘর থেকে গরু চুরির সময় স্থানীয়রা মো. কেনু (৪০) নামের স্থানীয় এক চোরকে ধরে পিটুনি দেয়। এসময় তার দেওয়া তথ্য মতে, চুরিতে জড়িত থাকার অপরাধে মো. নাজিম (৪২) কে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। স্থানীয়রা আরো জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, ডাকাতির সাথে জড়িত। তাছাড়া অভিযুক্ত আটক মো.কেনু জেল থেকে ২০ দিন আগে ছাড়া পায় পেয়ে আবারো এলাকায় চুরি কাজে লিপ্ত হয়। আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, হাইলধরে জনতা চুরির অভিযোগে দুই জনকে আটক করে পুলিশে দিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় পিকআপ ভর্তি গরুসহ দুই চোর গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধশাপলা প্রতীক না পেলে ইসির বিরুদ্ধে আন্দোলন: সারজিস