রাঙ্গুনিয়ায় পিকআপ ভর্তি গরুসহ দুই চোর গ্রেপ্তার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ২৭ অক্টোবর, ২০২৫ at ১০:৪১ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের নারিশ্চা গ্রাম থেকে পিকআপ যোগে চারটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিলো দুইজন চোর। তাদেরকে ধরে পুলিশে দিয়েছে সাধারণ জনতা। রোববার নারিশ্চা মগবান্দের ব্রিজ সংলগ্ন নতুনপাড়ামুখী তিন রাস্তার মোড়ে পাকা রাস্তার উপর থেকে তাদের ধরা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. শাওন (৩৫) ও মো. মানিক (৩০)। এসময় অজ্ঞাতনামা আরও তিনজন পালিয়ে যায়। শাওন চন্দ্রঘোনাকদমতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ড খোন্দকার পাড়া গ্রামের মৃত বদি রহমানের ছেলে এবং মানিক পটিয়ার আঞ্জুরহাট গ্রামের সৈয়দ মেম্বার বাড়ির মৃত রুকু মিয়ার ছেলে।

জানা যায়, নারিশ্চা গ্রামের বাসিন্দা জনৈক আবদুল আজিজের মালিকানাধীন দুটি গরু এবং তার ভাই হুমায়ন কবিরের দুটি গরুসহ মোট চারটি গরু রাত আড়াইটা থেকে সাড়ে ৩টার মধ্যে কোনো একসময় চুরি হয়। বিষয়টি টের পেয়ে গরুর মালিক স্থানীয় জনতার সহায়তায় তাদের ধাওয়া করে ধরে ফেলেন। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, এই ৪টি গরুর আনুমানিক বাজারমূল্য সাড়ে ৩ লাখ টাকা। তাদের চোরাইকাজে ব্যবহৃত রেজিস্ট্রেশন বিহীন একটি পিকআপ জব্দ করা হয়। এই ঘটনায় থানায় নিয়মিত মামলা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়।

পূর্ববর্তী নিবন্ধরাসুল (দ.) এর শান-আজমত প্রকাশের জন্যেই আল্লাহ হাশরের ময়দান কায়েম করবেন
পরবর্তী নিবন্ধপাহারা দিয়ে গরু চোর ধরল জনতা, গণপিটুনি