বায়েজিদে ১,৬৭৫ কেজি পলিথিন জব্দ, কারখানা সিলগালা

দুজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৭ অক্টোবর, ২০২৫ at ১০:২৪ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন মিয়ানগর শাহজালাল আবাসিক এলাকায় খাজা এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ হাজার ৬৭৫ কেজি অবৈধ পলিথিন জব্দ করেছে র‌্যাব৭। গতকাল রোববার বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তর, বিএসটিআই ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পলিথিন উৎপাদনের জড়িত থাকার দায়ে দুজনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। এছাড়া কারখানা সিলগালা করেন। অপরদিকে নকল বিএসটিআই লোগো ব্যবহার করে পানি বিক্রির অপরাধে বিভিন্ন প্রতিষ্ঠানকে শাস্তি প্রদান করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেওয়া র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জোবায়ের জানান, অভিযান চলাকালে অবৈধভাবে পলিথিন উৎপাদন অবস্থায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে তাদের ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত দুটি অবৈধ পলিথিন উৎপাদনকারী ও বিএসটিআই সিল জালিয়াত প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া একটি কারখানা সিলগালা করা হয়েছে।

র‌্যাব৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্‌ফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার র‌্যাব, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। জব্দ নিষিদ্ধ পলিথিনের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধজনপ্রতি সিম ব্যবহারের সীমা কমিয়ে আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
পরবর্তী নিবন্ধকোর অব ইঞ্জিনিয়ার্সের কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান ও বার্ষিক অধিনায়ক সম্মেলন