পটিয়ায় দাদার চিকিৎসার টাকা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে বাইপাস সড়কে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন কলেজ শিক্ষার্থী তাহসিনুল ইসলাম তানভীর (২০)। তিনি জঙ্গলখাইন ইউনিয়নের এয়াকুবদন্ডী এলাকার শহিদুল ইসলামের ছেলে ও পটিয়া সরকারি কলেজের ছাত্র। রবিবার সন্ধ্যায় দাদার চিকিৎসার টাকা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ইন্দ্রপোল এলাকায় যাত্রীবেশী ছিনতাইকারীরা তার ওপর হামলা চালিয়ে ১৬ হাজার টাকা ছিনিয়ে নেয়। স্থানীয়রা আহত অবস্থায় তানভীরকে হাসপাতালে ভর্তি করেন।
আহত তানভীরের চাচা সাদ্দাম হোসেন জানান, বাবার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন হলে আমার ভাইপো তাহসিনুল ইসলাম তানভীর ঘর থেকে টাকা নিয়ে হাসপাতালে আসার জন্য রওনা দেয়। তানভীর মনসা বাদামতল এলাকায় এসে পটিয়া আসার জন্য একটি খালি সিএনজি টেক্সিতে ওঠে। কিছু দূর যাওয়ার পর নয়াহাট এলাকা থেকে আরও চারজন যাত্রীবেশী ছিনতাইকারী গাড়িতে ওঠে। পটিয়া বাইপাস এলাকায় পৌঁছালে তারা তানভীরকে ছুরিকাঘাত ও মারধর করে সঙ্গে থাকা ১৬ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং আহত অবস্থায় হল টুডের পাশে ফেলে দিয়ে চলে যায়। পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং জড়িতদের ধরতে অভিযান চলছে।












