রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ বলেছেন, ইউক্রেনে যুদ্ধ বন্ধে তার দেশ, যুক্তরাষ্ট্র ও কিয়েভ একটি কূটনৈতিক সমাধানের খুব কাছাকাছিই আছে বলে তার ধারণা। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে নামার পর শুক্রবার সিএনএনের সঙ্গে কথোপকথনে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও পুতিনের মধ্যে বৈঠকটি পুরোপুরি বাতিল হয়নি, দুই নেতা হয়তো পরবর্তী কোনো এক তারিখ ধরে বসবেন। অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের প্রস্তাব রাশিয়া প্রত্যাখ্যান করার পর আলোচনায় আদৌ কোনো ফল হবে কিনা এমন আশঙ্কা থেকে মঙ্গলবার ট্রাম্প–পুতিনের আসন্ন বৈঠকটি ‘স্থগিত’ করা হয়। মার্কিন প্রেসিডেন্ট পরবর্তীতে জানান, যুদ্ধ বন্ধের কূটনৈতিক উদ্যোগে পর্যাপ্ত অগ্রগতি না হওয়ায় এবং সময়টা উপযুক্ত বলে মনে না হওয়া তিনি হাঙ্গেরির বুদাপেস্টে পুতিনের সঙ্গে পরিকল্পিত বৈঠকটি বাতিল করেছেন। যদিও শুক্রবার দিমিত্রিয়েভ বলেছেন, প্রকৃতপক্ষে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইউক্রেন একটি কূটনৈতিক সমাধানের খুব কাছাকাছি বলেই আমি বিশ্বাস করি। বর্তমান যুদ্ধরেখা ধরে যুদ্ধবিরতিতে পৌঁছাতে নতুন এক প্রস্তাব নিয়ে ইউরোপের দেশগুলো ইউক্রেনের সঙ্গে কাজ করছে বলে কয়েকদিন আগেই ইউরোপীয় কূটনীতিকরা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছিলেন। বিষয়টি যে যুদ্ধরেখা সংক্রান্ত, তা প্রেসিডেন্ট (ভলোদিমির) জেলেনস্কির স্বীকার করে নেয়াই তো বড় পদক্ষেপ।












