চবি উপাচার্যের সঙ্গে তুরস্কের প্রতিনিধি দলের সাক্ষাৎ

| রবিবার , ২৬ অক্টোবর, ২০২৫ at ১১:১০ পূর্বাহ্ণ

তুরস্কের কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন এজেন্সি টিকা’র প্রতিনিধি দল গত ২৩ অক্টোবর চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতারের সাথে উপাচার্যের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও তুরস্কের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়।

উপাচার্য তুরস্কের প্রতিনিধি দলকে চবির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম, বিশেষ করে গবেষণার বিভিন্ন দিক সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করেন। চবি উপাচার্য শিক্ষা ও গবেষণায় তুরস্কের সাথে যৌথভাবে কাজ করার দৃঢ় আগ্রহ প্রকাশ করে বলেন, সমপ্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে চীনের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে চবি ক্যাম্পাসে ওশান স্যাটেলাইট চালু হচ্ছে। আমরা বিশ্বাস করি, তুরস্কের মতো একটি বন্ধুপ্রতিম দেশের সাথেও শিক্ষা ও গবেষণায় যৌথভাবে কাজ করার বিশাল সুযোগ রয়েছে।

তুরস্কের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রিজিওনাল কোঅর্ডিনেটর মোহাম্মদ আলী আরমাআন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে তাদের সংস্থা সহযোগী হতে আগ্রহ প্রকাশ করেন। পরে প্রতিনিধি দলটি বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. রাশেদা চৌধুরীর সাথেও সাক্ষাৎ করেন এবং বিভাগের মিউজিয়ামসহ অত্যাধুনিক ল্যাবরেটরিগুলো ঘুরে দেখেন। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন টিকার ডেপুটি কোঅর্ডিনেটর আবদুল কাদির বাইরাম ও মেম্বার জনাব মনজুর এলাহি। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক ড. মুমিন উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে তিন শতাধিক নারী পুলিশকে ব্রেস্ট ক্যান্সার বিষয়ে প্রশিক্ষণ
পরবর্তী নিবন্ধআন্তর্জাতিক মানের বৌদ্ধ বিহার হিসেবে গড়ে তুলতে চসিক সহযোগিতা করবে