প্রথমবারের মতো পাকিস্তানে ইন্টার্নশিপ করতে যাচ্ছে সিভাসুর ১৯ শিক্ষার্থী

| রবিবার , ২৬ অক্টোবর, ২০২৫ at ১১:০৬ পূর্বাহ্ণ

প্রথমবারের মতো পাকিস্তানের কোনো বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ করতে যাচ্ছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাই্‌নে্সস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) শিক্ষার্থীরা। শিক্ষা ও গবেষণা বিনিময়ের লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তি (এমওইউ) অনুযায়ী সিভাসু’র ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২৫তম ব্যাচের ১৯ জন শিক্ষার্থী (৯ জন ছাত্রী ও ১০ জন ছাত্র) আগামী ১ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানের লাহোরে অবস্থিত ইউনিভার্সিটি অব ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইন্সেস (ইউভিএএস)-এ ইন্টার্নশিপ সম্পন্ন করবে। শিক্ষার্থীদের সাথে গাইড হিসেবে থাকবেন সিভাসুর পরিচালক (গবেষণা ও সমপ্রসারণ) প্রফেসর ড. আব্দুল আহাদ। ইউভিএএসএর ভেটেরিনারি সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. আনিলা জামির দুররানির তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালিত হবে।

ডিভিএম শিক্ষার্থীদের পাকিস্তানে ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণের পূর্বপ্রস্তুতি হিসেবে গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) দপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিভাসু উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ কে এম সাইফুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর গৌতম কুমার দেবনাথ এবং পরিচালক (গবেষণা ও সমপ্রসারণ) প্রফেসর ড. আব্দুল আহাদ। সঞ্চালনা করেন ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগের প্রফেসর ড. আমীর হোসেন সৈকত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী সেতুর যানজট নিরসনে চাই সমন্বিত উদ্যোগ
পরবর্তী নিবন্ধরিডার্স স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ