সাধনপুরে ব্যবসায়ীর নগদ টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ২৬ অক্টোবর, ২০২৫ at ১০:৫৩ পূর্বাহ্ণ

বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের বনিকের টেক নামক স্থানে দুলাল শীল নামে এক ব্যবসায়ীর নগদ টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী। গত বৃহস্পতিবার রাতে সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগ সূত্রে জানা যায়, সাধনপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বনিকের টেকে রাজু মার্কেটে সাঁচিরাম শীলের পুত্র দুলাল শীল হার্ডওয়ার ও বিকাশ, নগদ, রকেটের ব্যবসা করতো দীর্ঘদিন থেকে। বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে সাধনপুর পোড়া বাড়ি পুলিশ ক্যাম্পের কাছে আসলে অজ্ঞাত ৩ জন তার গতিরোধ করে ব্যবসার ৫টি মোবাইল, নগদ ১লক্ষ ২০ টাকা এবং মোবাইল রক্ষিত ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে এ বিষয়ে অজ্ঞাতনামা ৩ জনের বিরুদ্ধে গতকাল থানায় একটি অভিযোগ দাখিল করেন। ঘটনার ব্যাপারে সাধনপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ এজাজ বলেন, বিগত কখন ও এ ধরনের ঘটনা হয়নি। তাই যারা এ ঘটনার সাথে জড়িত তারা খুঁজে বের করা প্রশাসনসহ সকলের দায়িত্ব। এদিকে অভিযোগ পেয়ে বাঁশখালী থানার রামদাশ হাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক তপন কুমার বাগচী ঘটনাস্থল পরিদর্শন করে।

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পরবর্তী নিবন্ধদক্ষতার অভাবে সাংবাদিকতার মর্যাদা ক্ষুণ্ন হয়েছে