বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের বনিকের টেক নামক স্থানে দুলাল শীল নামে এক ব্যবসায়ীর নগদ টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী। গত বৃহস্পতিবার রাতে সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগ সূত্রে জানা যায়, সাধনপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বনিকের টেকে রাজু মার্কেটে সাঁচিরাম শীলের পুত্র দুলাল শীল হার্ডওয়ার ও বিকাশ, নগদ, রকেটের ব্যবসা করতো দীর্ঘদিন থেকে। বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে সাধনপুর পোড়া বাড়ি পুলিশ ক্যাম্পের কাছে আসলে অজ্ঞাত ৩ জন তার গতিরোধ করে ব্যবসার ৫টি মোবাইল, নগদ ১লক্ষ ২০ টাকা এবং মোবাইল রক্ষিত ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে এ বিষয়ে অজ্ঞাতনামা ৩ জনের বিরুদ্ধে গতকাল থানায় একটি অভিযোগ দাখিল করেন। ঘটনার ব্যাপারে সাধনপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ এজাজ বলেন, বিগত কখন ও এ ধরনের ঘটনা হয়নি। তাই যারা এ ঘটনার সাথে জড়িত তারা খুঁজে বের করা প্রশাসনসহ সকলের দায়িত্ব। এদিকে অভিযোগ পেয়ে বাঁশখালী থানার রামদাশ হাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক তপন কুমার বাগচী ঘটনাস্থল পরিদর্শন করে।












