রাউজান উপজেলা বিএনপি নেতা আবদুল হাকিম চৌধুরীর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন যৌথ উদ্যোগে গত ২৫ অক্টোবর বিকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ মগদাই বাজারে অনুষ্ঠিত হয়েছে। রাউজান উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ এনাম উল্লাহর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন উর রশিদ, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সাবেক দপ্তর সম্পাদক কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু। রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ আবদুল কাদেরের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন পশ্চিম গুজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ আমির আলী, যুবদল নেতা ইয়াকুব বাদশা, বিএনপি নেতা আব্দুর রশিদ ঘড়ি, লোকমান হোসেন মেম্বার, আজম আলী, আনোয়ার শাহ, শহিদুল ইসলাম, ইলিয়াস সওদাগর, আকতার হোসেন, নেচার উদ্দিন, মোহাম্মদ শরীফ, কায়ছার হামিদ দিদার, মোহাম্মদ সেলিম উদ্দিন তালুকদার, মাহাবুব আলম, নেছারুল হায়াত খান, জাহাঙ্গীর আলম, আবু জাফর, নুর মোহাম্মদ, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ নুরুন নবি, মোহাম্মদ ওসমান চৌধুরী, মোহাম্মদ আমজাদ হোসেন, শেখ আহাম্মদ, মোহাম্মদ নেজাম, মোহাম্মদ মিয়া, মোসলেম উদ্দিন, ছাত্রদল নেতা মোহাম্মদ আরিফ, সাজ্জাদ, তানিম, মোহাম্মদ মহিউদ্দিন, ইয়াসিন, সাকিব, আজিজ, জয়, রিয়াদ, নকিব, ইমরান, ফয়সাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












