নগরীর ২৩নং উত্তর পাঠানটুলী ওয়ার্ডস্থ কদমফুল ক্লাবের উদ্যোগে কদমফুল ক্লাবের সহ সভাপতি ও ২৩নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আবুল কালাম আবুর স্মরণ সভা ও দোয়া মাহফিল গত শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়েছে।
ক্লাবের আহ্বায়ক মোঃ রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা, সাবেক কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নিয়াজ মোহাম্মদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ নাসিম উদ্দিন চৌধুরী, ২৩নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, সিরাজুল মোস্তফা, এ এস এম নাছির, হাজী ইসমাইল, খায়রুল ইসলাম, এনামুল হক, ইব্রাহীম খলিল, রাজীব। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ মুরাদ উদ্দিন, মোঃ সোলায়মান, ওয়াহিদ, মোঃ হানিফ, রাসেদ বঙ। স্মরণসভায় প্রধান অতিথি বলেন, আবু ভাই একজন সৎ ও নিষ্ঠাবান সামাজিক ও রাজনৈতিক নেতা ছিলেন। আবু ভাইয়ের কর্মজীবন আলোচনা করে আমরা অনুধাবন করতে পারি আমাদের নতুন প্রজন্মের কিছু শিক্ষণীয় আছে। সভায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা নাসির উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।












