প্রতিটি ঘরে ঘরে বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে

হালিশহরে উঠান বৈঠকে দীপ্তি

| রবিবার , ২৬ অক্টোবর, ২০২৫ at ১০:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানাধীন ২৬নং উত্তর হালিশহর ওয়ার্ড যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে গতকাল শনিবার স্থানীয় চৌধুরীপাড়া কালাম কোম্পানির বাড়িতে উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। নারীদের উদ্দেশ্যে তিনি বিশেষভাবে বলেন, আমাদের মায়েরা, বোনেরা, কন্যারা হচ্ছেন জাতির শক্তির প্রতীক। তিনি বলেন, প্রতিটি ঘরে ঘরে বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে। হালশিহর থানা যুবদল নেতা রাসেল করিম রিপনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সাবেক সভাপতি একেএম ফজলুল হক সুমন, মিয়া মোহাম্মদ হারুন, হায়দার আলী চৌধুরী, মোহাম্মদ ইসলাম, সাবেক সহ সম্পাদক মিজানুর রহমান দুলাল, ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোহাম্মদ ফারুক, যুগ্ম আহবায়ক মো. পিয়ার, সদস্য মো. মনির, মো. মিন্টু, মোহাম্মদ বাবলু, সাজ্জাদ আহমেদ সাদ্দাম, পারভেজ আলম। মোহাম্মদ আসিফের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন যুবদল নেতা মোহাম্মদ শওকত, সিরাজ উদ্দিন, মাবুদ, হাকিম, টিপু, মোজ্জাফফর, আশরাফ, রাহাত চৌধুরী, তানভীর, ফোরকান, আরাফাতসহ প্রমুখ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজান ক্লাবের মাসিক ইসলামিক সেমিনার
পরবর্তী নিবন্ধপাঠানটুলী কদম ফুল ক্লাবের স্মরণ সভা