শিক্ষক বাঁচলে শিক্ষা বাঁচবে

মিতা পোদ্দার | রবিবার , ২৬ অক্টোবর, ২০২৫ at ১০:৩৯ পূর্বাহ্ণ

একটি শিশুর জন্য শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হলো তার পরিবার এবং শ্রেষ্ঠ শিক্ষক হলেন শিশুর বাবামা। এর পরবর্তীতে যিনি দায়িত্ব পালন করেন তিনি হচ্ছেন একজন শিক্ষক। শিশুর সুপ্ত প্রতিভাকে বিকাশের জন্য আন্তরিকতার সঙ্গে যিনি শিক্ষাদান করেন, তিনিই হলেন শিশুর আদর্শ শিক্ষক। একজন শিক্ষক মন প্রাণ দিয়ে একটি শিশুকে গড়ে তুলেন। শিশুটির স্বপ্নকে বাস্তবে রূপদানের জন্য শিক্ষক যেন নিজের সমস্তটুকু বিলিয়ে দিতে পারেন সেই সর্বাত্মক প্রচেষ্টায় বিরামহীনভাবে চালিয়ে যান। মূলত, শিক্ষকরাই জাতি গড়ার কারিগর। শিক্ষকরা ছাত্রদের পথপ্রদর্শক। তাই তাদের উচিত শিক্ষার্থীদের কাছে নিজেদের ভাবমূর্তি রক্ষা করা। একজন শিক্ষক যদি নিজেকে শুধু শিক্ষকতা পেশায় জড়িত রাখে এতে করে তার পরিবারের দৈনন্দিন চাহিদা মেটানো অসম্ভব হয়ে পড়ে। এজন্য অনেকেই এর পাশাপাশি অন্যান্য কাজেও নিয়োজিত হয়ে পড়ে। তাই শিক্ষকদের সঠিক মূল্যায়নের মধ্যদিয়ে এক উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখা প্রয়োজন। আমরা মনে করি, ‘শিক্ষক মর্যাদা নিয়ে বাঁচলে নতুন প্রজন্ম মর্যাদাবান হবে। শিক্ষক বাঁচলে শিক্ষা বাঁচবে; শিক্ষা বাঁচলে দেশ বাঁচবে।’ দেশব্যাপী শিক্ষকদের বৈধ অধিকার ও মর্যাদা সুরক্ষা করা, শিক্ষকদের জীবনের মান উন্নত করা, শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সুন্দর সম্পর্ক তৈরি এবং শিক্ষাঙ্গনে সুষ্ঠু শিক্ষার পরিবেশ সৃষ্টি করতে সংশ্লিষ্টদের এগিয়ে আসতে হবে।

পূর্ববর্তী নিবন্ধআলো
পরবর্তী নিবন্ধদেশ হতে দেশান্তরে