কিন্তু এটা এ জন্য যে, আল্লাহ পূরণ করেন যে, কাজ হবার ছিল। যাতে যে ধ্বংস হবে সে যেন প্রমাণের আলোকে ধ্বংস হয় আর যে জীবিত থাকবে সে যে প্রমাণের আলোকে জীবিত থাকে এবং নিশ্চয় আল্লাহ অবশ্যই শুনেন এবং জানেন।
– আল–কোরআন বঙ্গানুবাদ (৮:৪২) সূরা আল আনফাল।
যে ব্যক্তি জ্ঞাতসারে আমার নামে মিথ্যাভাবে হাদিস প্রচার করে, সে যেন নিজের স্থান দোজখে প্রস্তুত করিয়া লয়।
– আল–হাদিস– (বোখারী)।
অত্যাধিক ক্ষতিগ্রস্থ বা ব্যক্তিরা প্রতিবাদের ভাষা খুঁজে পাইনা।
জনক্লার্ক।








