রাঙ্গুনিয়ায় টেক্সি স্টেশনের দখল ঘিরে সড়ক অবরোধ

মুখোমুখি ইজারাদার ও সিএনজি টেক্সি সমিতির নেতৃবৃন্দ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ২৬ অক্টোবর, ২০২৫ at ১০:৩৩ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার উত্তর রাঙ্গুনিয়ার ব্যস্ততম এলাকা ধামাইরহাট মোড়ে টেক্সি স্টেশন দখল নিয়ে সিএনজি টেক্সি সমিতির নেতৃবৃন্দের সঙ্গে বাজার ইজারাদারদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। সিএনজি টেক্সি সমিতির নেতাদের অভিযোগ, দোকান বেঁধে তাদের দীর্ঘদিনের স্টেশন দখল করা হচ্ছে। অন্যদিকে ইজারাদাররা বলছেন, এটি বাজারের জায়গা, সেখানে তাদের সাময়িক গাড়ি রাখার সুযোগ দেয়া হয়েছে মাত্র। এই নিয়ে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। তবে সাধারণ জনসাধারণ বলছেন, সড়কটি এমনিতেই সরু। তার উপর সিএনজি গাড়ি কিংবা দোকান বাঁধার কারণে প্রায়শই যানজটে আটকে থাকতে হয়। জনস্বার্থে এটি উন্মুক্ত রাখার দাবি সকলের।

এদিকে ধামাইরহাট বাজারে সিএনজি স্টেশনের জায়গায় দোকান স্থাপনের অভিযোগ তুলে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন রাজানগর অটোরিকশা চালক সমবায় সমিতির সদস্যরা। গতকাল শনিবার সকাল ৯টা থেকে মরিয়মনগর চৌমুহনী টু গাবতল ডিসি সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ শুরু করেন। অবরোধের কারণে ওই সড়কে সাধারণ যাত্রীদের ভোগান্তি বেড়ে যায়। তবে সিএনজি ছাড়া অন্যান্য যানবাহন চলাচল করতে দেখা গেছে। এসময় টানটান উত্তেজনা সৃষ্টি হলে রাঙ্গুনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

রাজানগর অটোরিকশা চালক সমবায় সমিতির সভাপতি মুহাম্মদ হোসেন বলেন, দীর্ঘ ৪০ বছর ধরে এই স্থানে সিএনজি স্টেশন রয়েছে। কিন্তু বাজার ইজারাদাররা একাধিক অস্থায়ী দোকান স্থাপন করে স্টেশন দখলের চেষ্টা চালাচ্ছে। এর প্রতিবাদে শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিএনজি চলাচল বন্ধ রাখা হয়েছে এবং আমরা বিক্ষোভ মিছিল করেছি।

অন্যদিকে ধামাইরহাট বাজারের ইজারাদার রবি তালুকদার এ অভিযোগ অস্বীকার করে বলেন, বাজার পুনঃসংস্কারের আগে স্থানটি খালি ছিল। ইজারা নেওয়ার আগ পর্যন্ত অস্থায়ীভাবে সিএনজি রাখার সুযোগ দিয়েছিলাম মাত্র। এখন বাজারের প্রয়োজন অনুযায়ী দোকান স্থাপন করলে তারা বাধা দিচ্ছে এবং জায়গাটি নিজেদের দাবি করছে।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, উভয় পক্ষকে নিয়ে বসে বিষয়টি সমাধান করা হবে।

পূর্ববর্তী নিবন্ধফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সব দরজা বন্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে : সালাহউদ্দিন
পরবর্তী নিবন্ধজামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় ওয়ার্ল্ড হাঙ্গার প্রজেক্ট