জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় ওয়ার্ল্ড হাঙ্গার প্রজেক্ট

| রবিবার , ২৬ অক্টোবর, ২০২৫ at ১০:৩৪ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫বি৪ বাংলাদেশএর অধীনে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে ওয়ার্ল্ড হাঙ্গার প্রজেক্ট। লায়ন্স জেলা ৩১৫বি৪এর হাঙ্গার সাবকমিটির উদ্যোগে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে প্রায় ৬০০ শিক্ষার্থীর মাঝে রান্না করা খাবার পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাঙ্গার সাবকমিটির চেয়ারম্যান লায়ন মো. আবু নাসের রনি এবং সঞ্চালনা করেন মেম্বার সেক্রেটারি লায়ন মো. আবুল হাশেম। প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা গভর্নর লায়ন মোসলেউদ্দিন আহমেদ অপু। বিশেষ অতিথি ছিলেন ১ম ভাইস জেলা গভর্নর ও অক্টোবর সার্ভিস চেয়ারপার্সন লায়ন কামরুজ্জামান লিটন, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন মো. আবু বক্কর সিদ্দিকী এবং প্রাক্তন জেলা গভর্নর ও পিডিজি ফোরামের চেয়ারম্যান লায়ন এম. . মালেক। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনজুমানের সেক্রেটারি আনোয়ার হোসেন, ক্যাবিনেট সেক্রেটারি লায়ন আবু মোরশেদ, আনজুমান ট্রাস্টের সদস্য মাহমুদ নেওয়াজ, আর. ইউ. চৌধুরী শাহিন, জিএসটি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন মোরশেদুল হক চৌধুরী, জিএলটি লায়ন আনিসুল হক, হাঙ্গার ট্রেজারার লায়ন লোকমান হোসেন লিটন, হিউম্যানিটারিয়ান চেয়ারপার্সন লায়ন তারেক কামাল, ডিজাস্টার রিলিফ চেয়ারপার্সন লায়ন হুমায়ুন কবির, সিনিয়র গভর্নর অ্যাডভাইজর লায়ন নুরুল আলম, লায়ন আবুল কাশেম মনির, লায়ন আশরাফুল আলম আরজু, লায়ন সাব্বির আহমদ, লায়ন একরামুল হক ভূঁইয়া, লায়ন মো. আশিকুল আলম আশিক, লায়ন পুলিন চন্দ্র পলাশ, লায়ন মো. ইসমাইল চৌধুরী, লায়ন এনাম, লিও জেলা সভাপতি লিও শওকত প্রমুখ। অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন ও দোয়া পরিচালনা করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রিন্সিপাল কাজী আব্দুল আলিম রিজভী।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় টেক্সি স্টেশনের দখল ঘিরে সড়ক অবরোধ
পরবর্তী নিবন্ধ৭৮৬