‘শিশুসাহিত্যের পরশে গড়ে উঠবে শিশুদের জীবন’

শিশুসাহিত্য উৎসবের সমাপনী দিনে সম্মাননা পেলেন তিন লেখক

| রবিবার , ২৬ অক্টোবর, ২০২৫ at ১০:২৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির উদ্যোগে দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের সমাপনী দিনে বক্তারা বলেছেন, শিশুসাহিত্য শিশুমনে স্বপ্ন জাগিয়ে তোলে এবং ভালো মানুষ হওয়ার প্রেরণা যোগায়। তাদের জন্য লেখা রূপকথা, গল্প, ছড়াকবিতা ছোটদের চোখ খুলে দেয়। এজন্য সারা পৃথিবীতে শিশুসাহিত্যের গুরুত্ব সবচেয়ে বেশি। তাঁরা বলেন, বাংলা ভাষার শিশুসাহিত্য অনেক বেশি সমৃদ্ধ। সামপ্রতিককালে বৈচিত্র্যমণ্ডিত লিখনশৈলী, অলঙ্করণ ও উন্নতমানের প্রকাশনা দিয়ে এ ক্ষেত্রে বিপ্লব ঘটে গেছে। তথ্যপ্রযুক্তির উত্তরণ ও উন্নয়ন এ দেশের শিশুকিশোরদের স্বপ্ন দেখায় সংকট তৈরি করলেও শিশুসাহিত্যের পরশে পাল্টে দেবে তাদের জীবন। নতুন করে গড়ে উঠবে শিশুদের জীবন।

গতকাল শনিবার চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিশুসাহিত্য সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ওমর কায়সার। সম্মাননাপ্রাপ্ত লেখকরা হলেন তাহমিনা কোরাইশী, জাহাঙ্গীর আলম জাহান ও আনোয়ারুল হক নূরী। বাচিক শিল্পী আয়েশা হক শিমুর সঞ্চালনায় আলোচক ছিলেন শিশুসাহিত্যিক অরুণ শীল, আহমেদ জসিম, জসিম উদ্দিন খান, মিলা মাহফুজা, রমজান মাহমুদ। এতে সূচনা বক্তব্য দেন কাঞ্চনা চক্রবর্তী। সম্মাননাপ্রাপ্ত লেখকদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও সম্মানী তুলে দেওয়া হয়। প্রতিক্রিয়া ব্যক্ত করেন লেখক তাহমিনা কোরাইশী ও আনোয়ারুল হক নূরী।

লেখক তাহমিনা কোরাইশী বলেন, সম্মাননা লেখকদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। বলা যায় এটা কাজের স্বীকৃতি। শিশু সাহিত্যিক আনোয়ারুল হক নুরী বলেন, সাড়ে ৪ দশক ধরে শিশুসাহিত্য চর্চার সাথে আমি নিয়োজিত আছি। এর আগে ‘বই কীভাবে কাছে টানতে পারে শিক্ষার্থীদের’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর রীতা দত্ত। আলোচক ছিলেন নাসের রহমান, নেছার আহমদ, মুহাম্মদ মুজিবুর রহমান, মাহফুল আখতার, শাহেদ আলী টিটু, সৈয়দা সেলিমা আক্তার। সূচনা বক্তব্য দেন লিপি বড়ুয়া। এরপর অনুষ্ঠিত হয় ‘উৎসবে প্রকাশিত বইসৃজনে আনন্দে’ শীর্ষক অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক এলিজাবেথ আরিফা মুবাশশিরা। আলোচক ছিলেন কবি আজিজ রাহমান, আকাশ আহমেদ, ইফতেখার মারুফ, কাসেম আলী রানা, জি এম জহির উদ্দীন, দীপক বড়ুয়া, প্রদ্যোত কুমার বড়ুয়া, মারজিয়া খানম সিদ্দিকা। এছাড়া দুই পর্বের ছড়া কবিতা পাঠে সভাপতিত্ব করেন ড. সৌরভ শাখাওয়াত ও অধ্যাপক মৃণালিনী চক্রবর্তী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমার থেকে আসা গুলিতে বাংলাদেশি নারী আহত
পরবর্তী নিবন্ধজুলাই সনদ বাস্তবায়ন কীভাবে, সুপারিশ খুব শিগগিরই