প্রথমবারের মতো আমেরিকা থেকে গম নিয়ে চট্টগ্রাম পৌঁছেছে জাহাজ

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৬ অক্টোবর, ২০২৫ at ৬:০৯ পূর্বাহ্ণ

দেশের ইতিহাসে প্রথমবারের মতো আমেরিকা থেকে সরকারিভাবে আমদানিকৃত প্রায় সাতান্ন হাজার টন গম নিয়ে গতকাল একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের কুতুবদিয়ার অদূরে নোঙর করছে। জাহাজটিতে ১ কোটি ৭১ লাখ ৯৮ হাজার ৯০০ ডলার বা ২০৯ কোটি ৮২ লাখ ৬৫ হাজার টাকার গম রয়েছে।

সূত্র জানিয়েছে, আমেরিকার ওয়াশিংটনের কালামা বন্দর থেকে ৫৬ হাজার ৯৫০ টন গম নিয়ে এমভি নর্স স্ট্রাইড গতকাল সকাল সাড়ে ৯টা নাগাদ বহির্নোঙরে নোঙর করে। জাহাজটি থেকে ৩৪ হাজার ১৭০ টন গম চট্টগ্রামে এবং ২২ হাজার ৭৮০ টন গম মোংলা বন্দরে খালাস করা হবে।

এই গম খালাসের সাথে জড়িত সেভেন সীজ শিপিং লাইন্সের ব্যবস্থাপনা পরিচালক এমডি আলী আকবর গতকাল জাহাজটি নোঙর করার কথা জানিয়ে বলেছেন, স্যাম্পল কালেকশন করা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে গম লাইটারিং শুরু হবে। চট্টগ্রামের গম খালাসের পর জাহাজটি মোংলা বন্দরে যাবে বলেও তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধআসামিদের দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশনে পুলিশের চিঠি
পরবর্তী নিবন্ধদায়িত্ব যথাযথভাবে পালন করলে দেশ পরিচালনা আরও জবাবদিহিমূলক হবে