ভলিবলে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের শ্বাসরুদ্ধকর জয়

স্পোর্টস ডেস্ক | শনিবার , ২৫ অক্টোবর, ২০২৫ at ১১:১২ পূর্বাহ্ণ

সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন কাভা কাপে নিজেদের দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে স্বাগতিক বাংলাদেশ। শ্বাসরুদ্ধকর ম্যাচে শ্রীলঙ্কাকে ৩২ সেটে পরাজিত করে টানা তৃতীয় জয় নিশ্চিত করেছে লালসবুজের প্রতিনিধিরা। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুক্রবারের এই ম্যাচটি ছিল চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। প্রথম সেট থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়। প্রথম সেট ২৫২০ পয়েন্টের ব্যবধানে জিতে নেয় স্বাগতিক দল। এরপর দ্বিতীয় সেটেও ২৫২১ পয়েন্টে জিতে ২০ সেটে এগিয়ে যায় বাংলাদেশ। শ্রীলঙ্কা তৃতীয় সেটে ছন্দ খুঁজে পায় এবং বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করে। এই সেটে শ্রীলঙ্কা ২৫১৫ পয়েন্টে জয়লাভ করে। এরপর চতুর্থ সেটে দুই দলের মধ্যে উত্তেজনা আরও বাড়ে। পয়েন্টে সমানে সমানে পাল্লা দিয়ে চলে খেলা। টানটান উত্তেজনার পর এই সেটও শ্রীলঙ্কা জিতে নেয় ২৫২২ পয়েন্টে। ম্যাচ গড়ায় পঞ্চম ও শেষ সেটে। নির্ধারিত সেটে এসে লড়াই আরও জমে ওঠে। একপর্যায়ে দুই দলের পয়েন্ট সমান ১১১১ এ পৌঁছায়। এই সময় বাংলাদেশের খেলোয়াড়রা নিজেদের স্নায়ু ধরে রাখে এবং দুর্দান্ত খেলা উপহার দিয়ে টানা চার পয়েন্ট তুলে নেয়। শেষ পর্যন্ত ১৫১১ পয়েন্টে শ্রীলঙ্কাকে হারিয়ে বিজয় উল্লাসে মেতে ওঠে পুরো দল। এই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাংলাদেশের নাঈম। এর আগে টুর্নামেন্টে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে মালদ্বীপকে সরাসরি ৩০ সেটে হারিয়েছিল। দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষেও জয় পেতে যথেষ্ট বেগ পেতে হয় স্বাগতিকদের।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বোট ক্লাবে সিবিসি এইট বল পুল চ্যাম্পিয়নশিপ সম্পন্ন
পরবর্তী নিবন্ধপ্রথম প্রীতি ম্যাচে থাইল্যান্ডের কাছে তিন গোলে হারলো মেয়েরা