দীঘিনালা বন বিহারে ২৬তম কঠিন চীবর দান উৎসব

খাগড়াছড়ি প্রতিনিধি | শনিবার , ২৫ অক্টোবর, ২০২৫ at ১১:০৩ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালা বন বিহারে অনুষ্ঠিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ২৬তম দানোত্তম কঠিন চীবর দান উৎসব। গতকাল শুক্রবার সকালে পঞ্চশীল গ্রহণের মাধ্যমে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অনুষ্ঠানের সূচনা হয়। দিনব্যাপী আয়োজনে সংঘ দান, অষ্ট পরিষ্কার দান, কল্পতরু দানসহ নানা ধর্মীয় কর্মকাণ্ডে অংশ নেন ভক্ত নরনারীরা। উৎসবের মূল আকর্ষণ ছিল কঠিন চীবর দান, যেখানে মাত্র ২৪ ঘণ্টায় তুলা থেকে সূতা ও কাপড় বুনে তৈরি করা চীবর ভিক্ষু সংঘের হাতে দান করা হয়। এ উপলক্ষে ধর্মদেশনা দেন পার্বত্য ভিক্ষু সংঘের সাধারণ সম্পাদক নন্দশ্রী স্থবির। অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, দীঘিনালা বন বিহারের উপাধ্যক্ষ শুভ বর্ধন মহাস্থবির, ধুতাঙ্গটিলা বন বিহারের অধ্যক্ষ দেবধাম্মা মহাস্থবিরসহ বিভিন্ন বিহারের অধ্যক্ষবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে সেভ দ্যা নেচার অব বাংলাদেশের বর্ধিত সভা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল দাবি